সিলেট ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | কুয়ালালামপুর (মালয়েশিয়া), ২০ জানুয়ারি ২০২৬ : এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নদী ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন নিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী ১০ থেকে ১৪ এপ্রিল ২০২৬ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল রিভার ম্যানেজমেন্ট ২০২৬”।
পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ওয়াটার ওয়াচ পেনাং, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিভার অ্যাফেয়ার্স এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
সম্মেলনের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ রিভার ট্রাভেলার্স নেটওয়ার্ক, রিভার রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং মিশন গ্রিন বাংলাদেশ।
নদী সংকট ও আঞ্চলিক বাস্তবতা
নদীকে কেন্দ্র করেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য, জীবিকা এবং জলবায়ু সহনশীলতা গড়ে উঠেছে। তবে অপরিকল্পিত উন্নয়ন, শিল্প দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্বল শাসনব্যবস্থার কারণে এই অঞ্চলের নদীগুলো আজ মারাত্মক হুমকির মুখে। এসব সংকট মোকাবিলায় অভিন্ন কৌশল, বিজ্ঞানভিত্তিক নীতি এবং আন্তঃদেশীয় সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যেই এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন।
অংশগ্রহণকারীদের মিলনমেলা
সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে নীতিনির্ধারক, নদীবিজ্ঞানী, জলবায়ু গবেষক, পরিবেশবিদ, উন্নয়নকর্মী, যুবনেতা, সুশীল সমাজ প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং টেকসই ব্যবসা উদ্যোগের প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের মতে, এই সম্মেলন নদীকে ঘিরে কাজ করা বিভিন্ন অংশীজনের জন্য একটি কার্যকর আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
কী থাকছে সম্মেলনে
সম্মেলনের মূল আয়োজনগুলোর মধ্যে রয়েছে—
নদী শাসন ও জলবায়ু সহনশীলতা নিয়ে উচ্চপর্যায়ের নীতি সংলাপ,
আন্তঃদেশীয় নদী, কমিউনিটি-নেতৃত্বাধীন সংরক্ষণ এবং উদ্ভাবন বিষয়ক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা,
কারিগরি কর্মশালা ও যুব সংলাপ,
নদীভিত্তিক মাঠপর্যায়ের শিক্ষা সফর ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়,
সাংস্কৃতিক ও পরিবেশগত বিনিময় কার্যক্রম,
সম্মেলন ঘোষণাপত্র এবং যুব অ্যাকশন রোডম্যাপ প্রণয়ন।
পাঁচ দিনের কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ
প্রথম দিন: অংশগ্রহণকারীদের আগমন, নিবন্ধন ও আঞ্চলিক নেটওয়ার্কিং
দ্বিতীয় দিন: মূল সম্মেলন, কী-নোট বক্তৃতা, নীতি সংলাপ ও কর্মশালা
তৃতীয় দিন: নদী ও স্থানীয় সম্প্রদায়ভিত্তিক মাঠপর্যায়ের শিক্ষা সফর
চতুর্থ দিন: সাংস্কৃতিক ও পরিবেশগত বিনিময় কার্যক্রম
পঞ্চম দিন: নগর পানি শাসনব্যবস্থা পরিদর্শন, সমাপনী
অধিবেশন ও ঘোষণাপত্র গ্রহণ
নিবন্ধন ও অংশগ্রহণ ফি
সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য তিন ধরনের সুযোগ রাখা হয়েছে—
আর্লি বার্ড (পূর্ণ আবাসিক):
২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ফি ৩৫০ মার্কিন ডলার
(আবাসন, খাবার, স্থানীয় পরিবহন, সম্মেলন ও মাঠভ্রমণ অন্তর্ভুক্ত)
রেগুলার ডেলিগেট (পূর্ণ আবাসিক):
২০ ফেব্রুয়ারির পর ফি ৪০০ মার্কিন ডলার
কনফারেন্স ডে অনলি:
ফি ১০০ মার্কিন ডলার
(মূল সম্মেলন দিবসে অংশগ্রহণ)
ভিসা ও আন্তর্জাতিক বিমান ভাড়া অংশগ্রহণকারীদের নিজস্ব ব্যবস্থাপনায় বহন করতে হবে।
আয়োজকদের প্রত্যাশা
আয়োজকরা আশা করছেন, এই সম্মেলনের মাধ্যমে নদীকে সীমান্তের ঊর্ধ্বে একটি যৌথ প্রাকৃতিক সম্পদ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি আরও জোরদার হবে এবং জলবায়ু সহনশীল, ন্যায়ভিত্তিক ও টেকসই নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন:
https://forms.gle/XqBF3WWU71zrECqu6

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি