মৌলভীবাজারে সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্বোধন, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

মৌলভীবাজারে সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্বোধন, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ৩১ জানুয়ারি ২০২৬ : মৌলভীবাজারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে যাত্রা শুরু করল সেলফ কনফিডেন্স কোচিং সেন্টার।

এ উপলক্ষে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা শহরের ফরেস্ট অফিস রোডস্থ অপরাজিতা ভবনের তৃতীয় তলায় অবস্থিত সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা ও কবি অসিত দেব।

সেলফ কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক রিপন কান্তি ধর রুপকের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি ইন্দ্রজিত দেব, ডেপুটি রেঞ্জার ও শিক্ষক চাম্পা লাল বৈদ্য, বন বিভাগের কর্মকর্তা বিপ্লব সরকার, ডাক বিভাগের সহকারী পরিদর্শক বিশ্বজিত দেব, মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব শাখার কর্মকর্তা দয়াময় গোস্বামী, পুলিশে কর্মরত সংস্কৃতিকর্মী সন্ধীপ দাস শংকর, সমাজকর্মী বিপ্লব দাস, বাউলশিল্পী বিনয় কান্তি দেবনাথ এবং শিক্ষক প্রদীপ দেবনাথ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, নকুলেশ্বর দেবনাথ, পান্না কান্তি পাল, শিল্পী দাস, মীরা দাস, বিথীকা দাস, ঋতু সরকার, প্রণয় দেব, বিপ্রজিত মল্লিক, শ্রীকান্ত চন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কবি অসিত দেব বলেন, “বর্তমানে অনেকেই ব্যবসায়িক উদ্দেশ্যে কোচিং সেন্টার পরিচালনা করেন। কিন্তু সেলফ কনফিডেন্স কোচিং সেন্টার একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখানে মানবসেবাই মুখ্য। শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট মাসিক বেতনের কোনো বাধ্যবাধকতা না রেখে শিক্ষা ও আত্মবিশ্বাস গড়ে তোলার যে প্রয়াস নেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি এ কোচিং সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি ইন্দ্রজিত দেব বলেন, “এই কোচিং সেন্টার আমাকে যে সম্মাননা স্মারক প্রদান করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সমাজে মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।”

ডেপুটি রেঞ্জার ও শিক্ষক চাম্পা লাল বৈদ্য তার বক্তব্যে বলেন, “সততা, নিষ্ঠা ও আদর্শকে সামনে রেখে পরিচালিত হলে একদিন এই কোচিং সেন্টার অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাবে।”

Manual7 Ad Code

আলোচনা সভা শেষে কবিতা পাঠ করেন কবি অসিত দেব, ইন্দ্রজিত দেবসহ অন্যান্য কবিরা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন ঋতু মল্লিক, ষষ্ঠী দেবনাথ পুজা, শ্রাবন্তি দেবনাথ, বিশ্বজিত দেব, শ্রীকান্ত চন্দ ও সন্ধীপ দাস শংকর। তবলায় সঙ্গত করেন দয়াময় গোস্বামী।

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Manual5 Ad Code

উল্লেখ্য, সেলফ কনফিডেন্স কোচিং সেন্টার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ