দেশীয় পোশাক নিয়ে কাজ করছি প্রায় এক যুগেরও বেশী

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

দেশীয় পোশাক নিয়ে কাজ করছি প্রায় এক যুগেরও বেশী

Manual6 Ad Code

।| সামিয়া ফারাহ্ |। ঢাকা, ০২ জুলাই ২০২১ : আসসালামু আলাইকুম উইবাসী, কেমন আছেন সবাই?

কেমন মেঘলা, আকাশের মন খারাপ একটা দিন। আমাদের ও হয়তো কারও মন খারাপ,  কারো ভালো কিন্তু উই পরিবার আমরা কেউই চাইনা কারোরই মন খারাপ থাকুক। শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা এগিয়ে যাবো সবাই একসাথে।
আমি সামিয়া ফারাহ্।
দেশীয় পোশাক নিয়ে কাজ করছি প্রায় এক যুগেরও বেশী।
এক্সক্লুসিভ শাড়ি নিয়ে যখনই কাজ করার কথা ভেবেছি, প্রথমেই হাতে উঠে এসেছে আমাদের একেবারেই নিজেস্ব ঐতিহ্য মুস্লিন।
মসলিন কাপড় গুলো তার নিজেস্বতায় অনন্য। অসম্ভব গর্জিয়াস। চোখ ফেরানো যায় না এমনটা।
আর তাই প্রায় প্রথম থেকেই কাজ করছি এই মসলিন নিয়ে।
সাম্নেই আসছে কোরবানী ঈদ। ঈদের জন্য মুস্লিন তো একটা পারফেক্ট চয়েজ হতে পারে, সেটা ড্রেসই হোক আর শাড়ি।
আর তাই দেরি না করে সবাই প্রস্তুতি তে ঝাপিয়ে পরি ?
ছবিতে আমার এক্সক্লুসিভ মুস্লিন শাড়ি তে আমি। এরকম একটা শাড়ি আমাদের ঈদ শপিং এ থাকতেই পারে৷ সব কিছু মিলিয়েই আমাদের জীবন চলবে, চলতে হবে।
সবাই ভালো থাকবেন।
নিরাপদে থাকবেন।

Manual2 Ad Code

SAMIA FARAH
Owner and Designer of
Farah’s World
Director ( working committee)   and moderator of WE
( Women and E-commerce Forum)

Manual7 Ad Code