সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৮ জুলাই ২০২১ : সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি ও দৈনিক খোলাচিঠি পত্রিকার সাবেক সম্পাদক এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য সরফরাজ আলী বাবুল ভাই না ফেরার দেশে চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বৃহস্পতিবার (৮ জুলাই ২০২১) সকাল ১০টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শ্রীমঙ্গলের একজন নিবেদিতপ্রাণ জনদরদী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সাংবাদিক সরফরাজ আলী বাবুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিনি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল শাখার সভাপতি, হাজী মঞ্জব উল্লাহ ওয়াকফ স্টেট এর মোতাওয়াল্লী, হাজী মঞ্জব উল্লাহ উচ্চ বিদ্যালয় ও হুগলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজী আব্দুল বারী বেগম জোহুরা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি।
এছাড়াও তিনি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের পৌর শাখার সভাপতি।
সরফরাজ আলী বাবুলের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি কাওছার ইকবাল ও সাধারণ সম্পাদক অসীম পাল শ্যামল। এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।
নেতৃবৃন্দ বলেন, “সদালাপী, স্বজ্জন ও আলাপপ্রিয় মানুষকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। তিনি ছিলেন শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজের একজন অভিভাবক।”
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (৮ জুলাই ২০২১) বাদ মাগরিব শ্রীমঙ্গল থানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি