শহীদ জামিল ব্রিগেডের হড়গ্রাম ইউনিয়ন কমিটি গঠন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

শহীদ জামিল ব্রিগেডের হড়গ্রাম ইউনিয়ন কমিটি গঠন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | পবা (রাজশাহী), ১৩ জুলাই ২০২১ : রাজশাহীতে শহীদ জামিল ব্রিগেডের সেবামূলক কার্যক্রমকে জেলা পর্যায়ে প্রসারিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার অংশ হিসেবে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে জামিল ব্রিগেডের স্থানীয় কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৩ জুলাই ২০২১) সন্ধ্যায় শহীদ জামিল স্মৃতি সংসদে এক সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিটির সদস্য কামরুল হাসান সুমন।

Manual7 Ad Code

পরিশেষে ফজলুর রহমানকে শহীদ জামিল ব্রিগেডের হড়গ্রাম ইউনিয়নের সমন্বয়কারী করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় আইয়ুব আলী, আতাহার মন্ডল, নসিব, রাব্বানী, রবিন, রবিউল ইসলাম রুবেল, রাজিউর রহমান জনি, পারভেজ, আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code