প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশা আর নেই

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২১

প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশা আর নেই

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার, ২৫ জুলাই ২০২১ : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, কৃষক বাঁচাও – হাওড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী’র বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহ আর নেই।
শনিবার দিবাগত রাত (২৫ জুলাই ২০২১) পৌনে ১টায় সিলেটের আল-হারামাইন হাসপাতালে ৭৮ বয়সে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়ে, অাত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরে তাঁর মরদেহ মৌলভীবাজার শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকার নিজ বাসায় নিয়ে আসা হয়।
আজ রোববার (২৫ জুলাই ২০২১) প্রথম নামাজে জানাজা মৌলভীবাজার শহরের কোট জামে মসজিদে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের নিজ বাড়ী ভুকশিমইলে বাদ আসর অনুষ্ঠিত হয়। এর অাগে সোয়া ১২টায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো: মেহেদী হাসান, সদরের উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ওয়ার্কার্স পার্টির শোক

‘৭১-এর মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, ভূকশিমইল ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী’র বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

Manual8 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শোক

মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, কৃষক বাঁচাও – হাওড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী’র বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা যুগ্ম অাহবায়ক অন্তরা ঘোষ।

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা ন্যাপের শোক প্রকাশ

Manual8 Ad Code

প্রবীণ রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, ভূকশিমইল ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী’র বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ন্যাশনাল অাওয়ামী পার্টি (ন্যাপ)-এর মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি যোগ শংকর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক চৌধুরী নীহারেন্দু হোম সজল।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code