ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়তো বাতিলের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয়তো বাতিলের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

Manual2 Ad Code

লন্ডন (যুক্তরাজ্য), ২৬ জুলাই ২০২১ : আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন অথবা বাতিলের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার (২৬ জুলাই ২০২১) একটি প্রতিবেদনে এই আহ্বান জানায় সংস্থাটি। প্রতিবেদনে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে।

Manual4 Ad Code

দেশের ১০ জন নাগরিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা পর্যালোচনা করে ‘ভিন্নমতের স্থান নেই’ শীর্ষক প্রতিবেদনে অ্যামনেস্টি বলছে, শুধু মাত্র ক্ষমতাধর ব্যক্তিদের সমালোচনা করার কারণে তাদের বিনা বিচারে আটক ও নির্যাতনের মত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।

অ্যামনেস্টির মতে, চলতি বছরের জুলাই পর্যন্ত সময়ে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে অন্তত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বেশির ভাগকেই অনলাইনে ভুয়া ও আক্রমণাত্মক বক্তব্য প্রকাশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাংবাদিক, কার্টুনিস্ট, গায়ক, অধিকারকর্মী, উদ্যোক্তা, শিক্ষার্থী রয়েছেন। এমনকি তাদের মধ্যে কৃষকও রয়েছেন, যিনি লেখাপড়া জানেন না।

সংস্থাটি প্রতিবেদনে আরো বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ ১০ মাস কারাগারে থেকে মারা গেছেন। তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ সংস্থাটির।

আন্তর্জাতিক মানবধিকার সংস্থাটি বলছে, ডিজিটাল নিরপাত্তা আইনে মানহানির অপরাধকে যেভাবে চিহ্নিত করা হয়েছে, তাতে মারাত্মক ত্রুটি রয়েছে। এর মাধ্যমে আইনটিকে ভিন্নমত দমনের হাতিয়ারে পরিণত করা হয়েছে। মানহানির অভিযোগকে ফৌজদারি আইনের বদলে দেওয়ানি আইনে বিচারের জন্যও সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

Manual6 Ad Code

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বিভাগের ক্যাম্পেইনার সাদ হামাদি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কর্তৃপক্ষ যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, তাতেই স্পষ্ট, বর্তমানে বাংলাদেশে কোনো বিষয়ে প্রতিবাদ করা বা ভিন্নমত প্রকাশ করা কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। মতপ্রকাশে এমন অন্যায্য বিধিনিষেধ বাংলাদেশের সমাজে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং স্বাধীন সংবাদমাধ্যম ও সুশীল সমাজের কাজের পরিসর সঙ্কুচিত করেছে। কেবল মতপ্রকাশের অধিকারের চর্চা করায় গ্রেপ্তারকৃতদের মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন অথবা বাতিলের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অাহবানকে সমর্থন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code