চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছাল

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১

চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছাল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ জুলাই ২০২১ : চীনের বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা হওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। রাতেই বিমানের দুইটি ফ্লাইটে আরও ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইটে ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় ফ্লাইটটি রাত সোয়া ১টায় ১০ লাখ টিকা পৌঁছায়। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় আসে।

Manual6 Ad Code

এর আগে, চীন থেকে কেনা ২০ লাখ টিকা প্রথম দফায় ৩ জুলাই ঢাকা আসে। দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে।

Manual1 Ad Code

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।