করোনাকালেও পোশাকখাতে রপ্তানি বেড়েছে সাড়ে ১৫ শতাংশ

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

করোনাকালেও পোশাকখাতে রপ্তানি বেড়েছে সাড়ে ১৫ শতাংশ

Manual7 Ad Code

সাভার, ২৫ আগস্ট ২০২১ : করোনাকালীন সময়েও দেশের পোশাকখাতে রপ্তানি বেড়েছে সাড়ে ১৫ শতাংশ। পাশাপাশি দেশের ৮টি ইপিজেডে প্রায় ৩৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।

Manual8 Ad Code

বুধবার দুপুরে সাভারে ঢাকা ইপিজেডে প্রিমিয়ার ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করতে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই তথ্য দেন বেপজার চেয়ারম্যান।
তিনি আরও জানান, পোশাকখাতে বিনিয়োগ বেড়েছে ও বিদেশের অনেকে প্রতিষ্ঠান বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব পাচ্ছি। সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। তাদের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নতুন আরও ৩টি ইপিজেড তৈরির ঘোষণা দিয়েছে। তারমধ্যে পটুয়াখালী পায়রা বন্দর, যশোরের নোয়াপাড়া ও গাইবান্ধার গোবিন্দাগঞ্জে।
এছাড়া কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের করোনার টিকা নিশ্চিত করতে বেপজা কাজ করছে বলেও জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুল করিম ও ঢাকা ইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবাহনসহ অন্যান্যরা।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual7 Ad Code