করোনার সংক্রমণ বৃদ্ধিতে চিটাগাং উইম্যান চেম্বারের বাণিজ্য মেলা স্থগিত

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

করোনার সংক্রমণ বৃদ্ধিতে চিটাগাং উইম্যান চেম্বারের বাণিজ্য মেলা স্থগিত

চট্টগ্রাম, ০২ ফ্রেব্রুয়ারি ২০২২ : চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পাহাড়তলীস্থ বাংলাদেশ রেলওয়ে মাঠের বাণিজ্য মেলা করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছে। চিটাগাং উইম্যান চেম্বারের প্রধান নির্বাহী জিএ রায়হান আজ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক ৩১ জানুয়ারি থেকে মেলা স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন। তার পরামর্শ মতে আমরা মেলার সার্বিক কার্যক্রম স্থগিত রেখেছি। কতদিনের জন্য স্থগিত থাকবে তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না।’

তবে মেলার জন্য রেলওয়ে মাঠে যেসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে সেসব বহাল থাকবে। করোনার বিস্তার কমলে পুনরায় মেলা শুরু করা হবে বলে তিনি জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ