মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা কাল

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা কাল

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২২ : স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা ঘোষণার ৫২ বছর পূর্তি (১৯৭০-২০২২) উপলক্ষ্যে “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক ভার্চুয়ালী এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২২ ফেব্রুয়ারী ২০২২ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় অনলাইন প্ল্যাটফর্ম জুম (ZOOM)-এ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কর্তৃক আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি, কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, কমরেড হায়দার আকবর খান রনো, জনাব শামসুল হুদা, কমরেড মাহমুদুল হাসান মানিক।
সঞ্চালনা করবেন কমরেড কামরুল আহসান।

Manual4 Ad Code

উক্ত সভা জুম সংক্রান্ত তথ্যাবলী-
Link: https://zoom.us/j/99969667148?pwd=WEszSVkxa2QwMkZROUxER1Q3dXZEZz09
Meeting ID: 999 6966 7148
Passcode: 220270

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সোসাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইট-এ একযোগে।
চোখ রাখুন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অফিসিয়াল
ফেসবুক পেইজঃ https://facebook.com/wpbd71
ইউটিউব চ্যানেলঃ Workers Party Of Bangladesh
ওয়েবসাইটঃ https://wpbd71.org -এ।
সার্বিক সহযোগিতায়ঃ ICT CELL, WPB

Manual4 Ad Code

সংযুক্ত ছবিটি আপনার ব্যাকস্ক্রিন হিসেবে ব্যবহার করুন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code