সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২২
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১০ জুন ২০২২ : “মতাদর্শগতভাবে সুশিক্ষিত না হলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির লড়াইয়ে জেতা যাবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে ওয়ার্কার্স পার্টিকে শক্তিশালী করতে হবে। সে জন্য পার্টির সকল সদস্যকে পার্টির আদর্শগত বিষয়ে নিরন্তর অনুশীলন চালিয়ে যেতে হবে।” বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মতাদর্শগত প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনি বক্তব্যে কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।
আজ শুক্রবার (১০ জুন ২০২২) সকাল ১০টায় ঢাকায় পল্টনস্থঃ ফেনী সমিতি মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়।
জাতীয় ও কমিউনিস্ট আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, মতাদর্শ, মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের মৌল বিষয়বস্তু, মার্কসবাদী রাজনৈতিক অর্থনীতি বিষয়ে আলোচনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক ড. সুশান্ত দাস।
দ্বান্দিক বস্তুবাদ ও দর্শন বিষয়ে আলোচনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পাভেল ইসলাম, ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে আলোচনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শমশির।
আগামীকালকের আলোচনায় পার্টির ২১ দফা কর্মসূচি ও এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য কমরেড নুর আহমদ বকুল। পার্টির গঠনতন্ত্র ও পার্টি শৃংখলা এবং এর বাস্তব অনুশীলন সম্পর্কে আলোচনা করবেন কেন্দ্রীয় সদস্য কমরেড বেনজীর আহমেদ। বৈশ্বিক রাজনীতি ও বাংলাদেশ এবং পার্টির সাম্প্রতিক করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবেন পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। সারাদেশ থেকে আগত কেন্দ্রীয় কমিটির ৪০ জন সদস্য আলোচনার ফাঁকে ফাঁকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
পার্টির কেন্দ্রীয় মতাদর্শগত প্রশিক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগঠক অধ্যাপক ড. সুশান্ত দাসের সভাপতিত্বে এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহামূদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D