সার্বজনীন পেনশন স্কীমকে শ্রমজীবীদের জন্য ননকন্ট্রিবিউটরী করার আহবান খেতমজুর ইউনিয়নের

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

সার্বজনীন পেনশন স্কীমকে শ্রমজীবীদের জন্য ননকন্ট্রিবিউটরী করার আহবান খেতমজুর ইউনিয়নের

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ জুন ২০২২ : বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, কার্যকরী সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু সার্বজনীন পেনশন স্কীম মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীসহ সরকারকে ধন্যবাদ জানিয়ে এই পেনশন স্কীমকে খেতমজুর-দিনমজুরসহ দরিদ্র শ্রমজীবীদের জন্য ননকন্ট্রিবিউটারী করার আহবান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মন্ত্রী পরিষদের অনুমোদনকৃত সার্বজনীন পেনশন স্কীম সকলকে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদান করতে হবে। কিন্তু খেতমজুর, দিনমজুরসহ শ্রমজীবীদের দীর্ঘদিন ঐ অর্থ প্রদান করা সম্ভব হবে না। একারণেই খেতমজুরসহ দরিদ্র শ্রমজীবীদের এই পেনশন স্কীম ভোগ করা সম্ভব হবে না। প্রকৃতপক্ষে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন ৬০ বছরের উর্ধ্বে খেতমজুরসহ দরিদ্র মানুষের কন্টিবিউশন ব্যতিত সার্বজনীন পেনশন দাবী বাস্তবায়নের লক্ষ্যে সংসদ অভিমুখে পদযাত্রা, সারাদেশে এই দাবিতে সভা-সমাবেশ, সংসদ সদস্যদের নিকট কয়েকবার স্মারকলিপি প্রদান করেছে। ইতোমধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি কয়েকবার সংসদের সার্বজনীন পেনশন চালুর রূপরেখা তুলে ধরেছেন। তিনি খেতমজুরসহ শ্রমজীবীদের ননকন্ট্রিবিউটরী করার প্রস্তাব তুলে ধরেছেন। অতিব দুঃখের বিষয় মন্ত্রী পরিষদে সার্বজনীন পেনশন স্কীমে সকলকে ১০ বছরব্যাপী কন্ট্রিবিউটরী করার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন দেশের খেতমজুরসহ দরিদ্র শ্রমজীবীদের দাবী বিবেচনায় নিয়েই সরকারকে সার্বজনীন পেনশন স্কীম চালু করার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ