সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ আগস্ট ২০২২ : তুরস্কের ইস্তাম্বুুলে চলতি মাসের ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি)’র উদ্যোগে আয়োজিত আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২২-এ “বাংলাদেশের এমআইএসটি মঙ্গল বারতা” দল তৃতীয় স্থান অর্জন করেছে।
আইএসপিআরের এক খবরে আজ জানানো হয়, দলগুলোকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং স্পেস ক্যাম্প তুরস্ক, ইজমিরে তিনদিনের স্পনসরড প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের মোট ২১টি দল হতে বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, ভারত, পোল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে ১৪টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়।
ফাইনাল প্রতিযোগিতায় ২০০ জনেরও বেশি দলের সদস্য অংশগ্রহণ করে। প্রতিটি দলকে চারটি মিশনে অংশগ্রহণ করতে হয়েছে, যেখানে মঙ্গল পৃষ্ঠ, চাঁদের পৃষ্ঠ এবং পৃথিবী পৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল।
“এমআইএসটি মঙ্গল বারতা”র সদস্য হিসেবে নয় জন ছাত্র এবং দুইজন প্রশিক্ষক চূড়ান্তপর্বে অংশগ্রহণ করেন। দলটি সিএসই বিভাগ থেকে শাফায়েতুল, তারিকুল, রিয়াসাত, রাশিদ, শায়েরী ও শান্তনা এবং এমই বিভাগ থেকে নাহীন, ফাহিম ও জামিউলের সমন্বয়ে গঠিত।
সিএসই বিভাগের প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, এবং যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক শাহ মো. আহসান সিদ্দিক সার্বিকভাবে দলটির তত্ত্বাবধায়ন করেন।
উল্লেখ্য যে, “এমআইএসটি মঙ্গল বারতা” টিমটি ২০২১ সালে দ্য মারস সোসাইটি , ইউটিএইচ , ইউএসএ’র উদ্যোগে আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্লোবাল চ্যাম্পিয়নশীপ অর্জন করে।
এমআইএসটি’র (মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান “এমআইএসটি মঙ্গল বারতা” দলের প্রধান পৃষ্ঠপোষক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক, এবং এমই বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো.ওমর ফারুক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সেনা কল্যাণ সংস্থা তুরস্কের ইস্তাম্বুলে এআরসি ২০২২-এ অংশ গ্রহণের জন্য স্পন্সর করেছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D