সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা (দক্ষিণ), ০১ সেপ্টেম্বর ২০২২ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শুরু হয়েছে নৃবিজ্ঞান সপ্তাহ-২০২২।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ২০২২) বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে নৃবিজ্ঞান সপ্তাহ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এন এম রবিউল আউয়াল চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শির্ক্ষার্থীরা।
সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান, নবীনবরণ ও প্রবীণ বিদায়সহ নানা ধরনের আয়োজন।
আগামী ৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে নৃবিজ্ঞান সপ্তাহের।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D