সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৬ অক্টোবর ২০২২ : সিলেট সদরে ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্ত নিশ্চিত করার লক্ষে কৃষক কিশানীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১টায় সিলেটের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিগত করোনাকালীন সময়েও আমাদের খাদ্যের কোন ঘাটতি হয়নি। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে আমারা এ ধরনের ভূমিকা পালন করতে পারি সেক্ষেত্রে কৃষক-কৃষানীদের কৃষি উপর গুরুত্ব দিয়ে কাজ করে যেতে হবে। আমরা বিশেষ করে পতিত জায়গা যাতে খালি না থাকে সেক্ষেত্রে লক্ষ্য রেখে বিভিন্ন ফসলাদি রোপন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আমজাদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পল্লী বিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার সজীব কুমার রায়, বিএডিসি সিলেট এর সহকারী প্রকৌশলী (সেচ) মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার শিরীন আক্তার, সিলেট পল্লী বিদ্যুৎ-২ প্রশাসন মো. আব্দুল খালিক, বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো: সোহাগ মিয়া, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শামসুদ্দিন আহমদ প্রমুখ। সভায় সিলেট সদরের বিভিন্ন এলাকার কৃষক- কৃষানীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D