পরিমাণে কম দেওয়ায় জ্বালানি তেলের দোকানকে জরিমানা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

পরিমাণে কম দেওয়ায় জ্বালানি তেলের দোকানকে জরিমানা

Manual6 Ad Code

ভোলা, ০৬ সেপ্টেম্বর ২০২২ : জেলার সদর উপজেলায় আজ পরিমাণে কম দেওয়ায় জ্বালানি তেলের দুইটি দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২) দুপুরে সদর উপজেলার খেয়াঘাট ব্রীজ সংলগ্ন চরকালী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, হাজী ভ্যারাইটিস স্টোর ও তাহমিদ লুব হাউজে একলিটার বোতলে নির্দিষ্ট পরিমানের চাইতে ৭০ থেকে ৮০ এমএল তেল এবং দুইলিটারের বোতলে একশ’ এমএল তেল কম দেয়া হচ্ছিল। এতে ভোক্তারা চরমভাবে প্রতারিত হচ্ছিলেন।
তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে হাজী ভ্যারাইটিস স্টোরকে সাতহাজার টাকা ও তাহমিদ লুব হাউজকে সাতহাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ