সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
ভোলা, ০৬ সেপ্টেম্বর ২০২২ : জেলার সদর উপজেলায় আজ পরিমাণে কম দেওয়ায় জ্বালানি তেলের দুইটি দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২) দুপুরে সদর উপজেলার খেয়াঘাট ব্রীজ সংলগ্ন চরকালী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, হাজী ভ্যারাইটিস স্টোর ও তাহমিদ লুব হাউজে একলিটার বোতলে নির্দিষ্ট পরিমানের চাইতে ৭০ থেকে ৮০ এমএল তেল এবং দুইলিটারের বোতলে একশ’ এমএল তেল কম দেয়া হচ্ছিল। এতে ভোক্তারা চরমভাবে প্রতারিত হচ্ছিলেন।
তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে হাজী ভ্যারাইটিস স্টোরকে সাতহাজার টাকা ও তাহমিদ লুব হাউজকে সাতহাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D