আশেপাশের মানুষ আপনার কাছে অনেক বড় কিছু আশা করে

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

আশেপাশের মানুষ আপনার কাছে অনেক বড় কিছু আশা করে

Manual2 Ad Code

নাসরিন মৌ | ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২২ : আসসালামু আলাইকুম। প্রিয় উইবাসী (Women and e-commerce Forum), এই গ্রুপে জয়েন করেছি প্রায় দুই বছর কয়েক মাস আগেই। কোনো এক শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে এড করে দেয়। গ্রপের সদস্যের এত এত ভাল কাজ আর উদ্যোগ দেখে আমিও অনুপ্রাণিত হই।
উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় বাধা কি জানেন?
মানুষ কি ভাববে এই চিন্তাটা।
হ্যাঁ এটা সত্যি যে আপনার আশেপাশের মানুষ আপনার কাছে অনেক বড় কিছু আশা করে, তাই আপনি শুরু থেকেই ছোট কিছু নিয়ে চিন্তা করতে পারেন না। আর এ কারনেই নিজের প্রতিভা থাকা স্বত্বেও সেটা কাজে লাগাতে ব্যার্থ হন।
আমি উইবাসীর কাছে কৃতজ্ঞ, সবার এত এত কাজের অনুপ্রেরণা দেখে আজকে আমিও উদ্যোক্তা হতে পেরেছি। আর এখন এর চিত্রটা তো আরো ভিন্ন। সবার এত সহোযোগিতা আর অনুপ্রেরণায় আরো বড় কিছু করারও স্বপ্ন দেখছি। সবাই দোয়া করবেন আামার জন্য। ❤
কাজ করছি হ্যান্ডপেইন্টেড দেশী শাড়ী, গয়না নিয়ে।
স্বত্বাধিকারী- কাঠ গোলাপী

এ সংক্রান্ত আরও সংবাদ