১৩ সেপ্টেম্বর স্থানীয় ও প্রবাসী গুণীজনদের সম্মাননা প্রদান করবে মৌলভীবাজার জেলা সমিতি

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

১৩ সেপ্টেম্বর স্থানীয় ও প্রবাসী গুণীজনদের সম্মাননা প্রদান করবে মৌলভীবাজার জেলা সমিতি

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১১ সেপ্টেম্বর ২০২২ : মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকার Covid-19 Crisis Response Fund-এ অর্থ সাহায্য প্রদানকারী স্থানীয় ও প্রবাসী গুণীজনদের সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একইসাথে যুক্তরাজ্য প্রবাসীদের অার্থিক সহায়তায় মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকার উদ্যোগে যুক্তরাজ্য হতে ক্রয়কৃত ‘শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র’ CPAP জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হবে।
এ উপলক্ষে অাগামী ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার দুপর ১২টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ অাহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ