লুটের কোহিনূর মণি ফেরত দিতে হবে, দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই উঠছে দাবি

প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

লুটের কোহিনূর মণি ফেরত দিতে হবে, দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই উঠছে দাবি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | লন্ডন (যুক্তরাজ্য), ২০ সেপ্টেম্বর ২০২২ : ব্রিটিশদের বিভিন্ন দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া যাবতীয় ধনরত্ন ফেরতের দাবি উঠতে শুরু করেছে। এই হিরে-জহরতের মধ্যে রয়েছে ভারতের কোহিনূর মণিও।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজ়াবেথের মৃত্যুর পরেই ব্রিটিশদের বিভিন্ন দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া যাবতীয় ধনরত্ন ফেরতের দাবি উঠতে শুরু করেছে। এই হিরে-জহরতের মধ্যে রয়েছে ভারতের কোহিনূর মণিও।
রাজা রঞ্জিত সিংহের মৃত্যুর পরে তাঁর নাবালক পুত্র দলীপ সিংহকে অপহরণ করে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছিল। নাবালক রাজার কাছ থেকে কৌশলে ওই কোহিনূর হিরে ছিনিয়ে নিয়ে ব্রিটেনের রানির হাতে তুলে দেওয়া হয় সে সময়ে। ১০৮.৯৩ ক্যারেটের হিরেটি প্রথম রানি ভিক্টোরিয়া তাঁর হাতে পরতেন। পরে তা স্থান পায় রানির মুকুটে।

Manual1 Ad Code

দেশীয় সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাদের ‘গ্রেট স্টার অব আফ্রিকা’ও রয়েছে ব্রিটেনে। বলা হয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় হিরে। ওজন ৩১০৮.৭৫ ক্যারট (৬২১.৩৫ গ্রাম)। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে এটি মিলেছিল। খনি মালিক টমাস কুলিনানের নামে একে কুলিনান হিরেও বলা হয়। সে সময়ে ব্রিটেনের উপনিবেশ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই সুযোগে এই হিরেটিরও দখল নিয়েছিল ব্রিটিশ রাজপরিবার। বর্তমানে সেই হিরেটি বসানো রয়েছে রানির রাজদণ্ডে। সমাজকর্মী টানডুক্সোলো সাবেলো বলেন, ‘‘অবিলম্বে কুলিনান হিরে দক্ষিণ আফ্রিকায় ফেরানো হোক। আমাদের দেশের ও আরও অন্যান্য দেশের পরিশ্রমের জিনিস, ধনরত্ন ব্রিটেন ভোগ করে চলেছে।’’

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ