বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের শ্রদ্ধা

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের শ্রদ্ধা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২২ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) তিনি তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনায় প্রার্থনা করেন।
এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ