বিএডিসির সাবেক জিএম কাজী খায়রুল বাশারের ইন্তেকাল

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

বিএডিসির সাবেক জিএম কাজী খায়রুল বাশারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর ২০২২ : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সাবেক মহাব্যবস্থাপক আলহাজ কাজী খায়রুল বাশার আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) সকাল ৯ টায় ঢাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামাইরহাটের ঐতিহ্যবাহী কাজী বাড়ি নিবাসী মরহুম আলহাজ কাজী আহামদ শাকুরের প্রথম পুত্র।
তার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী নুরুন্নাহার বাশার, তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আআত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আজ এশার নামাজের পর রাঙ্গুনিয়া গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সাবেক মহাব্যবস্থাপক আলহাজ কাজী খায়রুল বাশারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ