নেপালকে হারিয়ে নারী সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

নেপালকে হারিয়ে নারী সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২২ : স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২২) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমবারের মতো সাফে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দল প্রশংসায় ভাসছে। তাদের প্রশংসা করতে ভুলেননি নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, গৌরবময় এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করল নতুন মাইলফলক। সারাদেশকে জয়ের উচ্ছ্বাসে ভাসানোর জন্য নেতৃবৃন্দ নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Manual1 Ad Code

স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code