সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২২ : চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি’র আওতায় চা শ্রমিকদের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় তিন কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ জেলায় ৮৫টি চা শ্রমিক পরিবারকে এই ঘর নির্মাণ করে দিচ্ছে।
আজ রোববার (২৫ সেপ্টেম্বর ২০২২) সমাজকল্যাণ সচিব মো: জাহাঙ্গীর আলম হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া, বৈকুন্ঠপুর, নোয়াপাড়া ও জগদীশপুর চা বাগানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ কর্মসূচি’ পরিদর্শন করেছেন।
সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অনস্বীকার্য। সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। চতুর্থ শিল্প বিপ্লব ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিবর্তনশীল চ্যালেঞ্জসমূহ সম্পর্কে চা শ্রমিকদের আরো বেশি দক্ষ হতে হবে। ভবিষ্যতে হয়তো যন্ত্র শ্রমিকদের স্থান দখল করবে, তখন আপনারা যাতে কর্মহীন হয়ে না পড়েন সেই জন্য আপনাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলুন যাতে তারা উদ্যোক্তা হতে পারে। আপনাদের সন্তানদের ভবিষ্যত চিন্তা করেই প্রধানমন্ত্রী এ প্রকল্প নিয়েছেন। তিনি চান আপনারা যাতে ভালভাবে জীবন-যাপন করতে পারেন।’
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন হবিগঞ্জ জেলার সমাজসেবার উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D