সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | রাজশাহী, ০৯ জানুয়ারি ২০২৩ : পরিছন্ন রাজশাহী শহরের শব্দ দূষণের অন্যতম কারণ ব্যাটারীচালিত যানবাহন, রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ১০ হাজার ব্যাটারী চালিত যানবাহনের অনুমোদন থাকলেও বাস্তবে ৩ গুণ বেশী চলাচল করছে।
সোমবার (৯ জানুয়ারী ২০২৩) সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় গুরুত্বপূর্ণ অংশীদারদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা।
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধী এই প্রকল্পে জরিপ ও মতবিনিময় সভার কার্যক্রমে সার্বিক সহযোগীতায় আছে ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ণ কেন্দ্র (ক্যাপস)।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম মঈনুল ইসালাম।
স্বাগত বক্তব্য প্রদান করেন স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
সভায় প্রকল্প সংশ্লিষ্ট তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্পের মাঠ সমন্বয়ক ইঞ্জিঃ মোঃ নাছির আহম্মেদ পাটোয়ারী।
এছাড়াও সভায় উপস্থিত সরকারী বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ডাক্তার, বাসমালিক সমিতির সদস্য, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সামাজিক ও পরিবেশবাদি বিভিন্ন সংস্থার সদস্যরা ।
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ বলেন, রাজশাহী একটি পরিছন্ন শহর, বর্তমানে কিছু উন্নয়নমূলক কাজ ও অধিক ব্যাটারীচালিত যানবাহনের কারনে শব্দ দূষণ পরিলক্ষিত হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ১০ হাজার ব্যাটারী চালিত যানবাহনের অনুমোদন থাকলেও বাস্তবে ৩ গুণ বেশী চলাচল করছে। মাত্রতিরিক্ত শব্দ উৎপন্নকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমান ও শাস্তি প্রদানের জন্য তিনি পুলিশ বিভাগ, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনে সমন্বয় করতে কাজ করার নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম মঈনুল ইসালাম বলেন, দীর্ঘমেয়াদী শব্দ দূষণের ফলে একটি বধির জাতির দিকে আমারা এগিয়ে যাচ্ছি। সমন্বিত ও অংশীদারিত্বমূলকভাবেই রাজশাহীতে শব্দ দূষণ রুখতে হবে নচেৎ উন্নত দেশের স্বপ্নে বাধা হবে শব্দ দূষণ।
স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, শব্দ দূষণ সহ পরিবেশ দূষণ রোধে আমাদের দেশে পর্যাপ্ত আইন রয়েছে, তবে আইনের প্রয়োগ হোক সর্বেশেষ পদক্ষেপ এবং সচেতনতাই হোক সর্বপ্রথম পদক্ষেপ।
প্রকল্পের পরামর্শক মোঃ মেহেদী হাসান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রনে এবং সচেতনতা বৃদ্ধিতে পরিবেশ অধিদপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, এজন্য জনগণের সহযোগীতা একান্ত কাম্য।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D