নাসিমা আক্তার নিশার নতুন বই ‘নারী উদ্যোক্তার পথচলা’

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

নাসিমা আক্তার নিশার নতুন বই ‘নারী উদ্যোক্তার পথচলা’

উদ্যোক্তা বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৩ : ই-ক্যাব এর পরিচালক এবং উই-এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা’র নতুন বই ‘নারী উদ্যোক্তার পথচলা’
👉 প্রি-অর্ডারে ২৫% ছাড়, ১০০ জনকে অটোগ্রাফ ও বইফেরীর বুকমার্ক ফ্রি!

চমৎকার এ বইটির লেখক ই-ক্যাবের পরিচালক নাসিমা আক্তার নিশা৷
তিনি প্রায় ১৫ লাখ নারী উদ্যোক্তার প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর প্রতিষ্ঠাতা৷ নারীদের পথ চলায় থাকে নানান চড়াই-উতরাই। সেসব পাড়ি দিয়েই একজন নারী উদ্যোক্তাকে সফল হতে হয়। সেসব কঠিন পথগুলো পেরিয়ে ওঠা ও ভরসা জানাবে এ বইটি। শেখাবে নতুন করে বাঁচতে, ভাবতে ও চলতে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ