সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | মাগুরা, ১৮ জানুয়ারি ২০২৩ : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে আজ ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) দুপুরে ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান নুর-উর-রহমান, মহাসচিব কাজী শফিকুল আজম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের হেড অব ডেলিগেস্ আলী আকগুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের’ নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে ৩০ শতক জমির উপর প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দ্বিতল এই হাসপাতালটি নির্মিত হয়েছে। এখানে মা ও শিশুদের সকল পরীক্ষা-নিরীক্ষা, গাইনি রোগের সেবা প্রদানসহ জরুরীভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে।
এজন্য দু’জন মেডিকেল অফিসার, দু’জন অভিজ্ঞ মিডওয়াইফ ও দু’জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। তারা হাসপাতালে আগত রোগীদের সেবা প্রদান করবেন।
এ উপলক্ষে রেড ক্রিসেন্ট হলিফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবিরের নেতৃত্বে ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D