সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৩ : বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস এক যৌথ বিবৃতিতে অবিলম্বে সরকারী সকল শূন্যপদে নিয়োগদানের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পরও ২০০৮ সালের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কর্মসংস্থানের কার্যকরী উদ্যোগ গ্রহণে ব্যর্থ হয়েছে। ২০০৮ সালের নির্বাচনী ইসতেহারে প্রতি পরিবারে কর্মসংস্থানের ঘোষণা দেয় বর্তমান সরকার। সেই অনুযায়ী ২ কোটি ৫০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কথা ছিল। গতকাল সংসদে জনপ্রসাশন প্রতিমন্ত্রী বলেছেন, সরকারি দপ্তরে ৩ লক্ষ ৫৮ হাজার ১ শত ২৫টি শূন্যপদ রয়েছে। অবিলম্বে সেইসকল শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগদানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D