বাঁচা‌নো গে‌লো না সি‌লে‌টের ক‌রোনা আক্রান্ত মানবতাবাদী চি‌কিৎসক ডা, মইন উ‌দ্দিন‌কে।

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

বাঁচা‌নো গে‌লো না সি‌লে‌টের ক‌রোনা আক্রান্ত মানবতাবাদী চি‌কিৎসক ডা, মইন উ‌দ্দিন‌কে।

Manual8 Ad Code

আজ বুধবার (১৫ এপ্রিল ২০২০) ভোর ৪ টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন। এ খবর সংবাদ মাধ্যম‌কে নিশ্চিত করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ ও ডা. মইন উদ্দিনের বন্ধু ডা. নুর উদ্দিন তালুকদার। সি‌লে‌টে যখন ক‌রোনা আতং‌কে অ‌ধিকাংশ চি‌কিৎসক রোগী দেখা বন্ধ ক‌রে দেন তখনও মানবতার সেবায় প্র‌তি‌দিন রোগী দেখ‌তেন ডা মইন উদ্দিন।

Manual3 Ad Code

উল্লেখ্য,ঐ চিকিৎসকের করোনা উপসর্গ ধরা পড়ে প্রায় ১৩ দিন আগে। এরপর তিনি নিজেই উদ্যোগী হয়ে সিলেটে নমুনা টেস্ট প্রদান করেন। ৫ এপ্রিল রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত। এরপর আক্রান্তের ৩য় দিন ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code