সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ ), ১০ মে ২০২৩ : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ও ইতিহাস জানান দিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসবের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কাশিয়ানী উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বুধবার (১০ মে ২০২৩) সকাল ৯টায় এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় লিখিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ, উপস্থিত বক্তৃতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শন করা হয়। এসব প্রতিযোগিতা ও উৎসবে ওই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় ।
পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক খোক মল্লিক, প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ, সহকারী প্রোগ্রাম অফিসার শেখ আক্তারুজ্জামান, হাচিবুর রহমান খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D