আন্দোলন-সংগ্রাম ছাড়া কৃষকের দাবী আদায় হবে না: মল্লিক

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

আন্দোলন-সংগ্রাম ছাড়া কৃষকের দাবী আদায় হবে না: মল্লিক

Manual8 Ad Code

রেজাউল করিম, বিশেষ প্রতিবেদক | ঝিনাইদহ, ২০ মে ২০২৩ : “সরকার সার-তেলের দাম বাড়িয়ে কৃষকের উৎপাদন খরচ বাড়িয়েছে। কৃষক তার ফসলের নায্যমূল্য পাচ্ছে না। ফলে আন্দোলন সংগ্রাম ছাড়া কৃষকের কোন দাবী আদায় হবে না।”
শনিবার (২০ মে ২০২৩) সকাল ১১টায় ঝিনাইদহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড আনিচুর রহমান মল্লিক এ কথা বলেন।
জাতীয় কৃষক সমিতির জেলা আহবায়ক কমরেড লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও জেলা সদস্য রেজাউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক কমরেড মোস্তফা আলমগীর রতন।
সম্মেলনে আরো বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড নিমাই চন্দ্র দে, সাধারণ সম্পাদক অরুন কুমার ঘোষ, জেলা সদস্য অধ্যক্ষ আসাদুজ্জামান, জাতীয় কৃষক সমিতির জেলা যুগ্ন আহবায়ক মহিউদ্দিন, কালীগঞ্জ উপজেলা সভাপতি ডাক্তার আ: কুদ্দুস, ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ উপজেলা সভাপতি কমরেড আমির হামজা বাবলু, যুবমৈত্রীর জেলা সভাপতি প্রভাষক বিপ্লব বিষ্ণু ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা আহবায়ক সাব্বির হোসেন।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তৃতায় কমরেড মল্লিক আরো বলেন, কলকারখানা টিকিয়ে রাখতে, বন্ধ কারখানা চালু করতে ও জঙ্গীবাদ রুখতে জোট গঠন করেছিলাম। অথচ এ সরকারও অনেক পাটকল-চিনিকলসহ রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ ও বিরাষ্ট্রীয়করন করছে। ফলে আন্দোলন-সংগ্রাম ছাড়া কৃষকের কোন দাবী আদায় হবে না।

বিশেষ অতিথির বক্তৃতায় কমরেড মোস্তফা আলমগীর রতন বলেন, দেশ স্বাধীনের পর সরকারি দলের চ্ছত্রছায়ায় লুটেরা গ্রুপ লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচার করেছে। এ ধারা আজো অব্যাহত আছে। ফলে লড়াই-সংগ্রাম করেই কৃষক-শ্রমিকের দাবী আদায় করতে হবে।

Manual6 Ad Code

সম্মেলন শেষে কমরেড লিয়াকত হোসেনকে সভাপতি ও ডাক্তার আ: কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জাতীয় কৃষক সমিতির নতুন জেলা কমিটি গঠন করা হয়।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ