সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | মন্ট্রিয়েল (কানাডা), ০৫ জুলাই ২০২৩ : কানাডিয়ান খ্যাতিমান সাংবাদিক, নারীবাদী লেখক এবং ঔপন্যাসিক ডেনিস বোম্বারডিয়ার আর নেই।
তিনি গতকাল মঙ্গলবার (৪ জুলাই ২০২৩) মারা গেছেন। পারিবারিক সুত্র একথা জানিয়েছে। তার বয়স হয়েছিল ৮২ বছর। বম্বার্ডিয়ার তার কট্টর নারীবাদী দৃষ্টিভঙ্গির জন্য বেশ পরিচিত। কানাডিয়ান মিডিয়ার র্যাংকের মধ্য দিয়ে উঠে আসা প্রথম নারীদের একজন। ১৯৭০ এবং ৮০-এর দশকে রেডিও কানাডায় শীর্ষ রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের হোস্টিং এবং জীবদ্দশায় অনেক সেলিব্রিটিদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন তিনি।
বোম্বারডিয়ার মন্ট্রিয়েলের একটি উপশম কেন্দ্রে মঙ্গলবার মারা যান। তার পারিবারিক সূত্র একথা বলেছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, ‘দৃঢ, আবেগপ্রবণ, বুদ্ধিমান, সাহসী ডেনিস বোম্বারডিয়ার ছিলেন আরও অনেক কিছু।’
‘কুইবেকের উপর তার প্রভাব ছিল অপরিসীম এবং তার উত্তরাধিকার বেঁচে থাকবে, এতে কোন সন্দেহ নেই।’
বোম্বার্ডিয়ারের ফ্রান্সের সাথেও দৃঢ় সম্পর্ক ছিল। যেখানে তিনি তার পড়াশোনা শেষ করেছিলেন। ১৯৯০ সালে, একটি জনপ্রিয় টেলিভিশন টক শোতে বক্তৃতা করার সময়, বোম্বার্ডিয়ার গ্যাব্রিয়েল ম্যাটজনেফের মুখোমুখি হন, তিনিই একজন লেখক যিনি তার রচনায় পেডোফিলিয়া উদযাপন করেছিলেন।
যখন ফরাসি প্রকাশক ভেনেসা স্প্রিংগোরা ২০২০ সালে তার ১৪ বছর বয়সে ম্যাটজনেফের সাথে যিনি তার ৩৬ বছরের সিনিয়র, তার ট্রমাজনিত সম্পর্ক সম্পর্কে একটি স্মৃতিকথা লিখেছিলেন। সেই বইটি প্যারিসের প্রসিকিউটরদের নাবালিকাদের ধর্ষণের অভিযোগে ম্যাটজনেফের বিরুদ্ধে তদন্ত শুরু করতে প্ররোচিত করেছিল।
সৈয়দ আমিরুজ্জামানের শোক
কানাডিয়ান খ্যাতিমান সাংবাদিক, নারীবাদী লেখক এবং ঔপন্যাসিক ডেনিস বোম্বারডিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D