সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ সেপ্টেম্বর ২০২৩ : বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্বে দেশাত্ববোধক গানে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীমঙ্গলের পারমিতা কৈরী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৩ উপলক্ষে সারাদেশব্যাপী চলমান প্রতিযোগিতার আজ মৌলভীবাজার জেলা পর্যায়ের বাছাই পর্ব শ্রীমঙ্গল উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত বাছাই পর্যায়ে মৌলভীবাজার জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিলো বঙ্গবন্ধুর উপরে গান, ছড়া গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি এবং দেশাত্ববোধক গান।
বাছাই প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হয় এবং সব কয়টি বিভাগের ফলাফল ঘোষনা করা হয় বিকাল ৫টায়। দেশাত্ববোধক গানে জেলা পর্যায়ের বাছাই পর্বে শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেনীর শিক্ষার্থী পারমিতা কৈরী দ্বিতীয় স্থান অর্জন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৩ সে জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য যে, পারমিতার বাবা পারভেজ কৈরী একজন উন্নয়নকর্মী এবং মা আশা রানী কৈরী শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। পারমিতা শ্রীমঙ্গল উপজেলার সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D