ভালবাসা কি

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

ভালবাসা কি

Manual6 Ad Code

সংগৃহীত |

♥একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো,
”ভালবাসা কি?”

শিক্ষক বললো,”আমি তোমার উত্তর দেব। কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।

Manual3 Ad Code

আমাদের স্কুলের
সামনে যে ভুট্টার ক্ষেত
আছে তুমি সেখানে যাও এবং
সবচেয়ে বড়
ভুট্টাটি নিয়ে ফিরে এসো।”

”কিন্তু একটা শর্ত আছে, তুমি সবচেয়ে বড়
ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং
খুঁজতে খুঁজতে
যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা
আর
নিতে পারবে না”

ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার
ক্ষেতের
প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই
সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু

সে ভাবলো … হয়তো সামনের
সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।

পরে, যখন সে মাঠের অর্ধেকের
বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল।

ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড়
ভুট্টাটি সে পেছনেই
ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ দিয়ে খালি
হাতে টিচারের
কাছে ফিরে এল।

টিচার তাকে বললো,”…. এটাই
ভালোবাসা …. তুমি হয় তো জীবনে কাউকে খুঁজে
পেয়েছো, কিন্তু তবু আরো ভাল
কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো, এমন একদিন আসবে যেদিন

তুমি উপলব্ধি করবে যে, তোমার জন্য সবচেয়ে ভাল
মানুষটিকে তুমি পেছনে হারিয়ে
ফেলেছো।

তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না … !!!

Manual2 Ad Code

তথ্যসূত্র :

Manual7 Ad Code

Poetry – কাব্য

Manual7 Ad Code