কলাবতী পোষাক তৈরি সরাসরি দেখতে পরিদর্শন করলেন মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

কলাবতী পোষাক তৈরি সরাসরি দেখতে পরিদর্শন করলেন মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ সেপ্টেম্বর ২০২৩ : কলাগাছের সুতা দিয়ে কলাবতী পোষাক তৈরি সরাসরি দেখতে পরিদর্শন করেছেন মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
অদ্য বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে শ্রীমঙ্গলের ডলুছড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী সেন্টারে আয়োজিত হাতে-কলমে এ প্রশিক্ষণ পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
সবুজছায়া মহিলা সমবায় সমিতির সভাপতি মোসাম্মাৎ সালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী, ৪ নং পাঁচগাও ইউপি সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা তাঁত প্রতিনিধি-উদ্যোক্তা মো: রবিউল ইসলাম রাসেল।

এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্স পরিদর্শন শেষে এ আয়োজনকে স্বাগত জানিয়ে ও কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীরাও এখন ঘরে বসে নেই। তাদের অনেকেরই উদ্যোক্তার ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রমাণ করে টেকসই ও ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে নারীরাও এগিয়ে আছেন।

Manual7 Ad Code

১১-৩০ সেপ্টেম্বর ২০ দিনব্যাপী এ কোর্সটিতে প্রশিক্ষণ দিচ্ছেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী। এতে মনিপুরী সম্প্রদায়ের ৩০ জন প্রশিক্ষণার্থী এ কোর্সটিতে অংশ নিয়েছেন। কোর্স সমাপ্তি শেষে প্রত্যেককে সম্মানীসহ সনদ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক ২০ দিনব্যাপী প্রশিক্ষণের শুরু হয় গত ১১ সেপ্টেম্বর ২০২৩। হাতে-কলমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, মৌলভীবাজারের আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ, বিসিক (মৌলভীবাজার)-এর উপব্যবস্থাপক মো: বিল্লাল হোসেন ভূইয়া প্রমূখ।

Manual2 Ad Code

 

 

Manual7 Ad Code