সময়ের মহাবিপদ সাম্প্রদায়িক কালসাপ, এর বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: শহীদ রীমুর ৩০তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

সময়ের মহাবিপদ সাম্প্রদায়িক কালসাপ, এর বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: শহীদ রীমুর ৩০তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৩ : সাম্প্রদায়িক কালসাপ আবার ফোণা তুলেছে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারায় মার্কিন সাম্রাজ্যবাদ ও এদেশীয় দক্ষিণপন্থী সাম্প্রদায়িক অপশক্তি মিলেমিশে একাকার হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে কালসাপে পরিণত হয়েছে। তাই কালসাপরূপী সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে তারুণ্যের সকল অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন বাংলাদেশ যুবমৈত্রী ও বাংলাদেশ ছাত্রমৈত্রী।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বীর শহীদ জুবায়ের চৌধুরী রীমু’র ৩০তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা এ আহবান জানান।

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ যুবমৈত্রী ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এ সভার আয়োজন করে।
ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলোর সভাপতিত্বে ‘শহীদ রীমুর আত্মত্যাগ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লড়াই’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ রিমুর মাতা শহীদ জননী জেলেনা চৌধুরী, তৎকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রী’র নেতা বর্তমানে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, বাংলাদেশ যুবমৈত্রী’র সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, বাংলাদেশ যুবমৈত্রী’র সহ-সভাপতি কায়সার আলম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রুবেল, ছাত্রমৈত্রী’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান নুর নীরব প্রমুখ।
সঞ্চালনা করেন বাংলাদেশ যুবমৈত্রী’র সাধারণ সম্পাদক তাপস দাস।

এ সংক্রান্ত আরও সংবাদ