সামরিক-রাজনৈতিক সহযোগিতার বিকাশ ঘটাচ্ছে ইরান ও রাশিয়া: ইব্রাহিম রাইসি

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

সামরিক-রাজনৈতিক সহযোগিতার বিকাশ ঘটাচ্ছে ইরান ও রাশিয়া: ইব্রাহিম রাইসি

Manual8 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর ২০২৩ : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান ও রাশিয়া দীর্ঘদিন ধরেই সামরিক-রাজনৈতিক সহযোগিতা বজায় রেখেছে। মস্কোর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’র তেহরান সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এমন কথা বলেন। খবর তাসের।

Manual5 Ad Code

ইব্রাহিম রাইসি বলেন, ‘ইরান এবং রাশিয়া দীর্ঘদিন ধরে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বজায় রেখেছে। আমরা এই কাঠামোর মধ্যে কাজ করছি।’

Manual8 Ad Code

শোইগু’র সফরের সুনির্দিষ্ট ফলাফল সম্পর্কে ইরানের নেতা বলেন, এ ব্যাপারে ‘রাশিয়া ও ইরানের সামরিক কমান্ডের আনুষ্ঠানিক মন্তব্যের জন্য আমাদের অপেক্ষা করা উচিত।’

রাইসির মতে, শীর্ষ বৈঠকসহ দুই দেশের মধ্যে যোগাযোগ বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করছে।
তিনি বলেন, এক্ষেত্রে ‘আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

Manual3 Ad Code