সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর ষষ্ঠ জাতীয় সম্মেলন কাল

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর ষষ্ঠ জাতীয় সম্মেলন কাল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৩ : বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই” প্রতিপাদ্যে এবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর ষষ্ঠ জাতীয় সম্মেলন ২০২৩ শুরু হচ্ছে কাল।

Manual8 Ad Code

আগামীকাল শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলন উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন।

বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।
সভাপতিত্ব করবেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি, সাবেক এডিশনাল আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম।
স্বাগত ভাষণ ও সম্মেলন ঘোষণা পাঠ করবেন সংগঠনের মহাসচিব গবেষক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব।

সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার জানান, বিএনপি – জামায়াত জোট সরকারের আমলে যুদ্ধাপরাধী মন্ত্রীরা যখন বাঙালি জাতির শ্রেষ্ট্র অর্জন মহান মুক্তিযুদ্ধকে “গন্ডগোল ও কীসের মুক্তিযুদ্ধ” বলে কটাক্ষ ও তাচ্ছিল্যের মাধ্যমে ৩০ লাখ শহীদের পবিত্র আত্মাকে অবমাননা করেছিল, তখন মুক্তিযুদ্ধের জীবিত সকল সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের সংগঠক,বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের সমন্বয়ে সকল শ্রেণি পেশার প্রগতিশীল মানুষদের নিয়ে গড়ে ওঠে মুক্ত চিন্তার বুদ্ধিভিত্তিক জাতীয় সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। প্রতিষ্ঠার পর থেকেই যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত‍্যয়ে উচ্চকণ্ঠ এই সংগঠন দেশে বিদেশে ব‍্যাপক গণজাগরণ সৃষ্টির মাধ‍্যমে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত ও বিচারের রায় কার্যকরে অগ্রণী ভূমিকা পালন করে।

Manual3 Ad Code

সংগঠনের সহ প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মুয়ীদ হাসান তড়িৎ জানান, সারাদেশ থেকে নানা শ্রেণি পেশার আমন্ত্রিত অতিথি এবং নতুন প্রজন্মের প্রতিনিধিসহ প্রায় এক হাজার কাউন্সিলর সম্মেলনে অংশ নেবেন। ইতোমধ‍্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং তিন পার্বত‍্য জেলা থেকে ৭৫ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও চট্টগ্রামের রাজনীতিক, শিক্ষাবিদ,সাংবাদিকসহ ১৫ জন বিশিষ্ট নাগরিককে সম্মানিত অতিথি হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ