৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় হৃদরোগ ঝুঁকি ও করণীয় শীর্ষক ওয়েবিনার

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় হৃদরোগ ঝুঁকি ও করণীয় শীর্ষক ওয়েবিনার

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩ : বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-এর সহযোগিতায় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সকাল ১১টায় “হৃদরোগ ঝুঁকি এবং করণীয়” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।

বাংলাদেশে হৃদরোগ ঝুঁকি ও হৃদরোগজনিত মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। প্রতিবছর প্রায় ২ লাখ ৭৩ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

উল্লেখ্য, বাংলাদেশে হৃদরোগের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ এবং প্রতি ৪ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, লাইন ডিরেক্টর, নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর; অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ; মুহাম্মদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); ডা. ফারজানা আক্তার ডরিন, ন্যাশনাল প্রফেশনাল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।

এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।

ওয়েবিনারের জুম লিংক: https://us06web.zoom.us/j/81034946088?pwd=u8osay1ysxEDxVilgadm7Ey4bYgSgO.1
আইডি: 810 3494 6088
পাসওয়ার্ড: 534838

বি.দ্র: ওয়েবিনারটি www.facebook.com/hearthealthalertbd পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ