বাঙালি অভিনেত্রী মৌনি রায় বলিউডেও ব্যাপক জনপ্রিয়

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

বাঙালি অভিনেত্রী মৌনি রায় বলিউডেও ব্যাপক জনপ্রিয়

Manual6 Ad Code

বিনোদন প্রতিবেদক | বোম্বে (ভারত), ২৯ সেপ্টেম্বর ২০২৩ : কোচবিহারে জন্ম নেওয়া এই বাঙালি অভিনেত্রী বলিউডেও ব্যাপক জনপ্রিয়, চেনেন কি তাঁকে

তিনি বাঙালি। তবে বাংলায় নয়, জনপ্রিয় হয়েছেন হিন্দিতে কাজ করে। তিনি অভিনেত্রী মৌনি রায়। আজ তাঁর জন্মদিন। পিংকভিলা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য।

১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহারের জন্ম মৌনি রায়ের। তাঁর দাদা শেখর চন্দ্র রায় ছিলেন পরিচিত যাত্রাশিল্পী, মা মুক্তিও কাজ করতেন যাত্রায়। কোচবিহারের পড়ালেখা শেষে দিল্লিতে পাড়ি জমান।

২০০৬ সালে একতা কাপুর প্রযোজিত টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তবে মৌনি রায় ব্যাপক জনপ্রিয়তা পান ‘নাগিন’ ও ‘নাগিন ২’ দিয়ে।

Manual6 Ad Code

২০১১ সালে মৌনি রায়ের সিনেমায় অভিষেক হয়। তবে হিন্দি নয়, পাঞ্জাবি সিনেমা ‘হিরো হিলটার ইন লাভ’ দিয়ে। হিন্দি সিনেমায় মৌনি রায়ের অভিষেক অক্ষয় কুমারের বিপরীতে ২০১৮ সালে, ‘গোল্ড’ সিনেমা দিয়ে।

Manual6 Ad Code

গত বছর অয়ন মুখার্জি পরিচালিত ব্যাপক ব্যবসাসফল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’য় অভিনয় করেন মৌনি। ছবিটি ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়, তাঁর জনপ্রিয়তাও বাড়ে।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রীকে সামনে দেখা যাবে বেশ কয়েকটি সিনেমায়

গত বছর দুবাইভিত্তিক ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেন মৌনি।

Manual4 Ad Code