সিলেট ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৫ নভেম্বর ২০২৩ : মৌলভীবাজার জেলায় শুরু হচ্ছে যাত্রাপালা উৎসব। তিনদিনব্যাপী এই যাত্রাপালা ফ্রি দেখা যাবে। উৎসব দেখার আমন্ত্রণ জানিয়েছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।
‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১২০টি যাত্রাপালা নিয়ে ‘গণজাগরণের যাত্রা উৎসব ২০২৩’অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে মৌলভীবাজার জেলায় তিনদিনে তিন জায়গায় তিনটি যাত্রাপালা মঞ্চস্থ হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বনশ্রী অপেরার পালা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে সুরমা অপেরার পালা।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সূর্যমূখী যাত্রা ইউনিটের পালা ।
সবার জন্য উন্মুক্ত।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D