রাজপরিবারকে অবমাননার দায়ে ৫০ বছরের কারাদন্ড থাই নাগরিক মংকোল থিরাকোটের

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪

রাজপরিবারকে অবমাননার দায়ে ৫০ বছরের কারাদন্ড থাই নাগরিক মংকোল থিরাকোটের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ব্যাংকক (থাইল্যান্ড), ১৯ জানুয়ারি ২০২৪ : থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করায় বৃহস্পতিবার দেশটির এক নাগরিক মংকোল থিরাকোটকে ৫০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ব্যাংককের কঠোর রাজপরিবার অবমাননা আইনে এ যাবতকালের মধ্যে এটি ছিল সবচেয়ে দীর্ঘ মেয়াদের সাজা। দেশটির একটি লিগ্যাল রাইট গ্রুপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

Manual7 Ad Code

খবরে বলা হয়, গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে থাইল্যান্ড এ বিতর্কিত আইনের ব্যবহার বাড়ানোর মধ্যে এ মামলার বেশ কয়েক বছর পর রেকর্ড ভঙ্গ করা এ সাজা দেওয়া হলো। সমালোচকরা বলেন, এটি ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ থামিয়ে দেওয়ার একটি কৌশল।

Manual2 Ad Code

আদালত সূত্র জানায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই নগরীর একটি আপিল আদালত ৩০ বছর বয়সী মংকোল থিরাকোটকে ৫০ বছরের এ সাজা দেয়।

Manual2 Ad Code

গণতন্ত্রপন্থী সাবেক এ কর্মী তার ফেসবুক একাউন্টে রাজপরিবার অবমাননাকর পোস্ট দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।

প্রাথমিকভাবে একটি নিম্ন ফৌজদারি আদালত তাকে ২৮ বছরের কারাদন্ড দিয়েছিল। কিন্তু তার আপিল আবেদনের শুনানি চলাকালে আরো ১১টি মামলায় থিরাকোটকে দোষী সাব্যস্ত করায় তার এ রেকর্ড ভঙ্গ করা সাজা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ