গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | গুয়াতেমালা সিটি (গুয়াতেমালা), ২৩ জানুয়ারি ২০২৪ : গুয়াতেমালার একটি আদালত ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে সোমবার আসামি এক মাদক সম্রাটকে ৮০৮ বছরের কারাদন্ড দিয়েছেন।

হত্যাকান্ডে অংশ নেওয়া আসামি রিগোবার্তো দানিলো মোরালেসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন আদালত।

২০১৬ সালে আরেকজন কথিত মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও ধারাবাহিক খুনের দায়ে দীর্ঘ কারাদন্ডের সাজা দেয়া হয়।

Manual8 Ad Code

আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধী কার্যক্রম পরিচালনার জন্য আরও আট বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

Manual3 Ad Code

দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দন্ডপ্রাপ্ত আসামীকে মূলত ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না।

Manual7 Ad Code

৩৭ বছর বয়সী মোরালেস ১৩ বছর পলাতক থাকার পর ২০২২ সালে গ্রেপ্তার হন। সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়।

প্রসিকিউটরা বলেছেন, পৃথক আরেকটি ঘটনায় ২০০৮ সালে গুয়াতেমালায় একটি বাস নিকারাগুয়ায় ঢুকে পড়ে। বাসের যাত্রীরা মাদক পাচারকারী এবং তাদের কাছে মাদক রয়েছে এই ধারণা থেকে আরেক মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিন ও তার স্ত্রী যাত্রীদের আটক করে। তারা যখন দেখলো আসলে যাত্রীদের কাছে কোন মাদক নেই। তখন তারা যাত্রীদের গুলি করে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code