সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা (দক্ষিণ), ০৪ ফেব্রুয়ারি ২০২৪ : যানজট নিরসনে কুমিল্লার লাকসামে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪) বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মুদাফরগঞ্জ বাজারসহ হাইওয়ে রিজিওনের ২২টি থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মুদাফরগঞ্জ বাজারে বেদখল হওয়া ফুটপাত উদ্ধার, বাজারের যানজট নিরসনে রাস্তার দুপাশে অবৈধভাবে রাখা মালামাল, ভাসমান দোকানপাটসহ হকারদের ভ্যান-ট্রলি অপসারণ কর হয়। এদিকে, পুলিশের অভিযানে বাজারটি যানজট মুক্ত হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, হাইওয়ে পুলিশের দৈনন্দিন কাজের অংশ হিসেবে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মুদাফরগঞ্জ বাজারে যানজট নিরসনকল্পে এ অভিযান পরিচালিত হয়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম জানান, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা হাইওয়ে রিজিওনের ২২টি থানা এলাকায় অভিযান চালানো হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D