কৃষক ও কৃষির উন্নয়নে ৫০ প্রকল্পের ধারণাপত্র যাচাই হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

কৃষক ও কৃষির উন্নয়নে ৫০ প্রকল্পের ধারণাপত্র যাচাই হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদক | সংসদ ভবন, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ : কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষক ও কৃষি উন্নয়নে ৫০টি প্রকল্প ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ২০২৪) জাতীয় সংসদের অধিবেশনে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

কৃষিমন্ত্রী বলেন, সারাদেশের প্রান্তিক কৃষকদের এবং কৃষি উন্নয়নের জন্য ৫০টি প্রকল্প ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। কৃষক ও কৃষির উন্নয়নে নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে ২.২৭ কোটি কৃষককে স্মার্ট কার্ড দেওয়া, ১০ লাখ কৃষককে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ দেওয়া, ৫০ লাখ কৃষককে সম্প্রসারণ সহায়তা, উন্নয়ন সহায়তা ও ঋণ সহায়তা দেওয়া, ২০ হাজার কৃষি উদ্যোক্তা সৃষ্টি, ১০টি অ্যাক্রিডিটেশন ল্যাব স্থাপন, ১০ লাখ হেক্টর জমিতে সেচ উন্নয়ন, ২ লাখ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের অ্যাডাপটেশন, ক্লাইমেট স্মার্ট ও কৃষির প্রবর্তন।

Manual4 Ad Code

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ