প্রীতি উড়াং-এর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

প্রীতি উড়াং-এর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ২০ ফেব্রুয়ারি ২০২৪ : চা বাগানের মেয়ে প্রীতি উড়াং-এর মৃত্যু রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে চা শ্রমিকরা।

Manual8 Ad Code

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী ২০২৪) সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রেকিং দ্য সাইলেন্স ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা এই মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলেন।

এ মানববন্ধনে সিলেট ভ্যালীর বাইশটি চা বাগানের চা শ্রমিক, কিশোর-কিশোরীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ সিলেটের অন্যান্য আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

চা শ্রমিক সন্তান প্রীতি উড়াংয়ের মৃত্যুরহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী জানানো হয় সর্বমহল থেকে।

Manual3 Ad Code

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক দেবু বাউরি, মালিনীছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, হিলোয়াছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি মদন গুঞ্জু, খাদিম চা বাগানের পঞ্চায়েত সভাপতি সবুজ তাঁতী, তাঁরাপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি চৈতন্য মোদি, আলীবাহার চা বাগানের পঞ্চায়েত সভাপতি সামাচরন গোয়ালা, দলদলি চা বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, বরজান চা বাগানের সুভাষ, কালাগোল চা বাগানের রঞ্জু নায়েক, লালাখাল চা বাগানের নগেন্দ্র গোয়ালা এবং ছরা গাং চা বাগানের কোমল চাষা প্রমুখ।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী ঢাকাস্থ মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি আটতলা বিল্ডিং থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। চা বাগানের কিশোরীর এই মর্মান্তিক মৃত্যুতে চা বাগানসহ পুরো দেশ দুঃখ প্রকাশ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code