বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের এমডি আন্না বেজার্ড

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের এমডি আন্না বেজার্ড

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ : বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি -অপারেশনস) আন্না বেজার্ড আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন। এটি তার প্রথম বাংলাদেশ সফর।

Manual1 Ad Code

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিনের সফরে বেজার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরকালে আন্নার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

Manual8 Ad Code

বাংলাদেশের স্বাধীনতার পর বিশ্বব্যাংক বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে ছিল। এরপর আন্তর্জাতিক অর্থ সংস্থাটি বাংলাদেশকে ৪১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে- যার অধিকাংশই অনুদান।

বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual3 Ad Code