সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
কূটনৈতিক প্রতিবেদক | বেইজিং, ১৮ মার্চ ২০২৪ : নির্বাচনে জয়লাভ করায় রাশিয়ার প্রধান মিত্র দেশ চীন সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছে। খবর এএফপি’র।
নিয়মিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভোটের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘এ জয়ে চীন অভিনন্দন জানাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার দেশ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ পরিবেশিত খবরে বলা হয়, সোমবার প্রকাশ করা ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী পুতিন প্রদত্ত মোট ভোটের ৮৭.৩৩ শতাংশ ভোট পেয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এটি রেকর্ড বিজয়। প্রকৃতপক্ষে বিপুল জনপ্রিয়তার কারণে এ নির্বাচনে তিনি কোন প্রতিদ্বন্দ্বীতার সম্মুখীন হননি।
এ বছর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী পালনের কথা উল্লেখ করে লিন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে চলা অব্যাহত থাকবে।’
লিন বলেন, ‘দুই রাষ্ট্রপ্রধান দীর্ঘস্থায়ী ভালো প্রতিবেশীসুলভ বন্ধুত্ব বজায় রাখতে, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতাকে আরো গভীর করতে এবং নতুন যুগে চীন-রাশিয়া সম্পর্কের ক্রমাগত উন্নয়নে দুই দেশকে নেতৃত্ব দেবেন এবং ঘনিষ্ঠ আদান-প্রদান বজায় রাখবেন।’
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি