পরিবেশ সাংবাদিকরা ৭০ শতাংশ হামলা, হুমকি, চাপের মুখে রিপোর্ট করে: জাতিসংঘ

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৪

পরিবেশ সাংবাদিকরা ৭০ শতাংশ হামলা, হুমকি, চাপের মুখে রিপোর্ট করে: জাতিসংঘ

Manual8 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | সান্তিয়াগো (চিলি), ০৩ মে ২০২৪ : ইউনেস্কো বৃহস্পতিবার জানিয়েছে, মার্চের জরিপে ১২৯টি দেশের সত্তর শতাংশ পরিবেশ সাংবাদিকরা তাদের চাকরি সংক্রান্ত হামলা, হুমকি বা চাপের মুখে পড়ে রিপোর্ট করছেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে পাঁচজনের মধ্যে দু’জন পরবর্তীতে শারীরিক সহিংসতার শিকার হয়েছেন। ভোটের জন্য ৯শ’ টিরও বেশি সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা পরিবেশ ও জলবায়ু নিয়ে রিপোর্টকারী সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি এবং ভয় দেখানোর বিষয়ে সতর্ক করেছে।

Manual5 Ad Code

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে এক বিবৃতিতে বলেছেন, ‘চলমান পরিবেশগত সংকট সম্পর্কে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য ব্যতী, আমরা কখনই এটি কাটিয়ে উঠার আশা করতে পারি না।’
‘এবং এখনও আমরা যে সাংবাদিকদের ওপর নির্ভর করি এই বিষয়ের তদন্ত করতে এবং তথ্য প্রবেশযোগ্য তা নিশ্চিত করার জন্য তারা সারা বিশ্বে অগ্রহণযোগ্যভাবে উচ্চ ঝুঁকির সম্মুখীন, এবং জলবায়ু-সম্পর্কিত বিভ্রান্তি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে চলছে।’

ইউনেস্কো বলেছে, অন্তত ৭৪৯ সাংবাদিক এবং নিউজ মিডিয়া পরিবেশগত বিষয়ে রিপোর্ট করছে ‘খুন, শারীরিক নির্যাতন, আটক ও গ্রেফতার, অনলাইন হয়রানি বা আইনি আক্রমণের লক্ষ্যে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে।’

Manual5 Ad Code

২০১৯ এবং ২০২৩-এর মধ্যে এই আক্রমণগুলোর মধ্যে ৩শ’টিরও বেশি ঘটেছে-যা আগের পাঁচ বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

সংস্থাটি আরো বলেছে, ‘সমস্যাটি বিশ্বব্যাপী, বিশ্বের সমস্ত অঞ্চলের ৮৯টি দেশে হামলা হচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে তাদের কাজের জন্য কমপক্ষে ৪৪ জন পরিবেশবাদী সাংবাদিককে হত্যা করা হয়েছে। মাত্র পাঁচটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছে।

Manual2 Ad Code

ইউনেস্কোর প্রতিবেদনে আরো বলা হয়েছে, শত শত রিপোর্ট করা শারীরিক নির্যাতনের ওপরে, ‘জরিপে অংশ নেয়া সাংবাদিকদের এক তৃতীয়াংশ বলেছেন, তাদের সেন্সর করা হয়েছে।’

‘প্রায় ৪৫ শতাংশ বলেছেন, তারা হামলার ভয়ে তাদের উৎস প্রকাশ করার ভয়ে বা তাদের গল্পগুলো সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের স্বার্থের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে পরিবেশকে কভার করার সময় তারা নিজেরাই সেন্সর আরোপ করেছিল।’

Manual3 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, এই সপ্তাহে চিলিতে একটি সংবাদ স্বাধীনতা সম্মেলনে, ইউনেস্কো নিপীড়নের সম্মুখীন ৫শ’টিরও বেশি পরিবেশগত সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য একটি অনুদান কর্মসূচি চালু করার ঘোষণা দেবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code