সাহসী নারীর গল্প – ২০০

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৪

সাহসী নারীর গল্প – ২০০

কল্পনা দাস |

আমি কল্পনা দাস। দিনাজপুরের মেয়ে আমি। আমি একজন শিক্ষক। ছোটবেলা হতে আমি অনেক সাহসী ছিলাম। কলেজে আমি সাইকেল চালিয়ে যেতাম।অনেকে নানা কথা বলত। কখনো থেমে থাকিনি।
আমার স্কুল নিজ বাসা হতে অনেক দূর হওয়াতে আমি বাইক চালানো শুরু করি। পরিবার থেকে আমি অনেক সার্পোট পেয়েছি। রাস্তায় মানুষজন আমাকে দেখে এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় যেন আমি অন্য গ্রহ থেকে এসেছি। অনেকে বলে উঠে, “বেটি মানুষ হুন্ডা চালায় দেখ।” আমার মানুষের কথায় কিছু যায় আসে না। মানুষের কাজ হল সমলোচনা করা।

এখন আমি বিদ্যালয়ে বাইক চালিয়ে যাতায়াত করি।অনেক সময় উপজেলায় যেতে হয় কাজে। একজন মেয়ে হয়ে বাইক চালাতে পেরে অনেক ভালো লাগছে।

WOMEN’S BIKERS FAMILY (ওমেন্স বাইকার্স ফ্যামিলি) পরিবারের সদস্য আমি। উনাদের মেয়েদের নিয়ে এত বড় পদক্ষেপ গ্রহণ করার জন্য সাধুবাদ জানাচ্ছি।

আপনি একজন নারী বাইকার হিসেবে এই বড় পরিবারের সদস্য হতে পারেন। 👉

https://www.facebook.com/groups/830576490864506/permalink/1016021865653300/?app=fbl